’রচনা লিখি, পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ি”

ইকো ফাউন্ডেশন কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস (০৫ জুন ২০২৪) ও বিশ্ব সমুদ্র দিবস (০৮ জুন ২০২৪) উপলক্ষে
রচনা প্রতিযোগিতা

🟥 রচনার বিষয়বস্তু :
👉 ১। ‘মরুকরণ রোধ এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় সমাজ ভিত্তিক বৃক্ষ রোপণের ভূমিকা’।
👉 ২। ‘বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ এবং জাতীয় অর্থনীতিতে এর ভূমিকা’।

🟥 আবেদনের যোগ্যতা
চট্টগ্রাম জেলার অর্ন্তভুক্ত যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। কাভার পেজ এ সুস্পষ্টভাবে লিখতে হবে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, ঠিকানা, বিভাগ, শ্রেণী এবং মোবাইল নম্বর।

🟥 জমাদানের মাধ্যম :
👉 উপরোক্ত যেকোন একটি বিষয় এর ওপর বাংলায় স্বহস্তে লিখিত এবং শব্দসীমা ২০০০।

🟥 আবেদনের শেষ সময়সীমা :
👉 ০৫ জুন ২০২৪ ইংরেজী।

🟥 পুরস্কারের ধরণ :
👉 ১ম পুরষ্কার (২টি): নগদ ৩০০০ টাকা, আকষর্ণীয় ক্রেষ্ট ও সনদপত্র।
👉 ২য় পুরষ্কার (২টি): নগদ ২০০০ টাকা, আকষর্ণীয় ক্রেষ্ট ও সনদপত্র।
👉 ৩য় পুরষ্কার (২টি): নগদ ১০০০ টাকা, আকষর্ণীয় ক্রেষ্ট ও সনদপত্র।

🟥 কিভাবে পাঠাবেন :
ডাকযোগে অথবা স্বশরীরে। ঠিকানা: সমন্বয়ক, মোবাইল নাম্বার: ০১৮২৩১৩৭২৩৮, ইকো ফাউন্ডেশন রচনা প্রতিযোগিতা-২০২৪ইং, ইকো ফাউন্ডেশন, সালাম ভিউ, ৪২৬/এ, বায়েজিদ বোস্তামী রোড, বেবী সুপার মার্কেটের বিপরীতে আদর্শ পাড়া, পোষ্ট- টেকনিক্যাল, পাঁচলাইশ, চট্টগ্রাম-৪২০৩, বাংলাদেশ।

🟥 নিয়মিত আপডেট জানতে চোখ রাখুন
https://www.facebook.com/ecofoundationbd
www.ecofoundationbd.org

ECO Foundation Essay Competition 2024
ECO Foundation Essay Competition 2024